বুধবার, ২২ ডিসেম্বর, ২০১০

নাশতা সারাবেলা

নাশতা সারাবেলা

রেসিপি : জিনাত রায়হান সুমী (পরিচালক, পারিজাত একাডেমি), ছবি : বিপ্লব জাফর
সুইস রোল
উপকরণ : ময়দা ১৫০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, গুঁড়া চিনি বা আইসিং সুগার ১০০ গ্রাম, ডিম ৪টা, বেকিং পাউডার দেড় চা-চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, স্ট্রবেরি জ্যাম ১ কাপ, রেড কালার ২/৩ ফোঁটা, গুঁড়া দুধ ২ টেবিল চামচ।
প্রণালী : ডিমের সাদা অংশ আলাদা করে বিট করে ফোম করতে হবে। ফোমের সঙ্গে চিনি ও কুসুম মিশিয়ে বিট করতে হবে। এবার ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ, ভ্যানিলা এসেন্স মেশাতে হবে। একটা সুইস রোলের মোল্ড দিয়ে তাতে তেল বা বাটার গ্রিজ করে ময়দা ছিটিয়ে দিয়ে বাড়তি ময়দা ঝেড়ে ফেলে দিতে হবে। মোল্ডে মিশ্রণ ঢেলে দিয়ে প্রি-হিটেড ওভেনে ১৬০হ্ন তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে। বেক হয়ে গেলে সামান্য ঠাণ্ডা করে স্ট্রবেরি জ্যাম মেখে রোল করে ডিপ ফ্রিজে রাখুন আধা ঘণ্টা। আধা ঘণ্টা পর বের করে স্লাইস করে গুঁড়া চিনিতে গড়িয়ে পরিবেশন করুন সোনামনির টিফিনে।

ভেজেটেবল পাস্তা উইথ চিজ

উপকরণ : সিদ্ধ পাস্তা ২ কাপ, গ্রেট চিজ ১ কাপ, ভাঁজে খোলা পেঁয়াজ ১ কাপ, টমেটো কুচি ১ কাপ, গাজর+বিনস জুলিয়ান কাট ১ কাপ, কাঁচামরিচ ৪/৫টি, লবণ স্বাদমত, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ। আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা-চামচ।
প্রণালী : চুলায় ফ্রাইপ্যান দিয়ে তেল দিতে হবে। তেল গরম হলে আদা রসুন কুচি দিয়ে ভাজতে হবে। সুগন্ধ বের হলে পেঁয়াজ দিতে হবে, লবণ দিতে হবে। টমেটো আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে খোসা ফেলে কিউব করে কেটে রাখতে হবে। এবার টমেটো কিউব দিয়ে নেড়েচেড়ে সবজি দিতে হবে। সবজি আধা সেদ্ধ হলে পাস্তা, গোলমরিচ দিতে হবে। সবশেষে গ্রেটেড চিজ দিয়ে নেড়ে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নেড়ে নামাতে হবে।

চিকেন মাশরুম বল

উপকরণ : চিকেন কিমা ১ কাপ, মাশরুম কুচি ১ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, ডিম ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ বা স্বাদমত, টেস্টিং সল্ট আধা চা-চামচ, লবণ স্বাদমত, টমেটো সস চার ভাগের এক কাপ, চিনি ১ চা-চামচ, গ্রেটেড পনির আধা কাপ, বিস্কুটের গুঁড়া ১ কাপ, ভাজার জন্য তেল পরিমাণমত।
প্রণালী : বিস্কুটের গুঁড়া ও তেল ছাড়া সব একসঙ্গে মেখে বল বানিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলুন এবং পরিবেশন করুন আপনার সোনামনির টিফিনে।

ব্রেড ক্যাসারোল

উপকরণ : ডিম ৪টা, ঘন দুধ ৫০০ মি. লি., পাউরুটি স্লাইস ৬টি, গ্রেট করা চিজ আধা কাপ, বাটার ২ টেবিল চামচ, ক্যাপসিকাম স্লাইস চার ভাগের এক কাপ, মাশরুম স্লাইস চার ভাগের এক কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমত।
প্রণালী : দুধে পাউরুটি ভিজিয়ে নিতে হবে। পাউরুটির চার পাশের শক্ত অংশ কেটে ফেলে দিতে হবে। ডিম ফেটিয়ে লবণ ও গোলমরিচ গুঁড়া মেশাতে হবে। এই মিশ্রণ পাউরুটির মিশ্রণের সঙ্গে মিলিয়ে কিছু ক্যাপসিকাপ ও মাশরুম কুচি দিতে হবে। একটি ওভেন প্রুফ পাত্রে বাটার গ্রিজ করে মিশ্রণটি ঢেলে দিয়ে উপরে ক্যাপসিকাম, মাশরুম কুচি ছড়িয়ে গ্রেটেড চিজ ছড়িয়ে দিন। মাইক্রো পাওয়ার ঐরময সেট করে ১২-১৫ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে গ্রিল স্ট্যান্ডে রেখে ২/৩ মিনিট গ্রিল করুন। স্লাইস করে আপনার সন্তানের টিফিন বাটিতে দিয়ে দিন মজাদার ব্রেড ক্যাসারোল।

পটেটো স্টিকস্

উপকরণ : আলু লম্বা ফালি করে কাটা ২ কাপ, মাশরুম কুচি চার ভাগের এক কাপ, গ্রেটেড চিজ চার ভাগের এক কাপ, টেম্পুরা পাউডার ১ কাপ, লেবুর টুকরা ছোট ২টি, লবণ স্বাদমত, গোলমরিচের গুঁড়া স্বাদমত, ভাজার জন্য তেল প্রয়োজনমত, ডিমের সাদা অংশ ২টি।
প্রস্তুতপ্রণালী : চুলায় কড়াই বসিয়ে দেড় কাপ পানি দিন। পানি ফুটে উঠলে লেবু চিপে দিন, খোসাটাও পানিতে দিয়ে দিন। এবার আলু দিয়ে ৭০ ভাগ বয়েল করে নামিয়ে ঠাণ্ডা করে নিন। টেম্পুরা পাউডার, গ্রেটেড চিজ, মাশরুম কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়া একসঙ্গে মেখে নিন। এবার ২টি ডিমের সাদা অংশ ফেটে নিয়ে এই মিশ্রণে আলু চুবিয়ে টেম্পুরা পাউডারের মিশ্রণে গড়িয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে বাচ্চার টিফিনে পরিবেশন করুন মজাদার ও পুষ্টিকর পটেটো স্টিক্স।

রান্না : গরম গরম স্যুপ

রান্না : গরম গরম স্যুপ

স্যুপ খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবারই স্যুপ অতি প্রিয় খাবার। স্যুপের পুষ্টি ও স্বাদের তুলনা নেই। ঠাণ্ডা ঠাণ্ডা শীতের আমেজে এক বাটি গরম স্যুপ চনমনে সতেজতায় ভরে দেবে আপনার দেহমন। সে লক্ষ্যেই দেশি আমেজের স্যুপে আজকের এ আয়োজন। রেসিপি দিয়েছেন জিন্নাত রায়হান সুমি, ছবি তুলেছেন বিপ্লব জাফর

টমেটো নুডুলস স্যুপ
উপকরণ : সেদ্ধ নুডুলস ২ কাপ, টমেটো পিউরি ১ কাপ, চিকেন স্টক ৬ কাপ, কাঁচামরিচ ফালি ৩টি, সাদা গোলমরিচ গুঁড়া ১ চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ, লবণ স্বাদমত, চিনি ১ চা চামচ, সাদা সিরকা ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ এবং আদার ও রসুন কুচি ১ চা চামচ।
প্রণালী : সসপ্যানে ১ টেবিল চামচ বাটার দিয়ে আদা ও রসুন কুচি দিয়ে ভাজতে হবে। কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতে গুলে দিতে হবে। ডিম নুডুলস ও ১ টেবিল চামচ মাখন ছাড়া সব উপকরণ দিতে হবে। ফুটে উঠলে ডিম ফেটে দিতে হবে। আলাদা কড়াইতে ১ টেবিল চামচ মাখন দিয়ে সেদ্ধ নুডুলস ও স্বাদমত লবণ দিয়ে ভাজতে হবে। এবার স্যুপের বাটিতে অর্ধেক বাটি নুডুলস দিয়ে ওপর থেকে স্যুপ ঢেলে পরিবেশন করুন।

ভেজিটেবল ক্লিয়ার স্যুপ

উপকরণ : ক্যাপসিকাম টুকরা আধাকাপ, ভাজেখোলা পেঁয়াজ চার ভাগের ১ কাপ, গাজর স্লাইস আধাকাপ, ফুলকপি টুকরা আধাকাপ, পেঁয়াজপাতা টুকরা আধাকাপ, বাধাকপি টুকরা আধাকাপ, মাশরুম টুকরা আধাকাপ, সবজি স্টক ৬ কাপ, লবণ স্বাদমত, সাদা গোলমরিচ গুঁড়া ১ চামচ, স্বাদ লবণ আধা চা চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ২-৩টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আদা স্লাইস ১ টেবিল চামচ, রসুন স্লাইস ১ টেবিল চামচ, লেবুর রস স্বাদমত, টমেটো স্লাইস ১ কাপের ৪ ভাগের এক ভাগ।

প্রণালী : আদা-রসুন স্লাইস দিয়ে সবজি স্টক ফুটিয়ে সব সবজি দিয়ে সেদ্ধ করতে হবে। এবার লেবুর রস ও ধনে পাতা ব্যতীত সব উপকরণ দিয়ে ৩-৪ মিনিট রান্না করে ধনেপাতা কুচি ও স্বাদমত লেবুর রস দিয়ে পরিবেশ করুন।

ভেজিটেবল লেনটিল স্যুপ

উপকরণ : মসুর ডাল ১ কাপের ৪ ভাগের এক ভাগ, টমেটো, ফুলকপি, গাজর, ব্রকলি কুচি সব মিলিয়ে দেড় কাপ, পালংশাক কুচি আধা কাপ, চিকেন কিউব ২টি, পানি ৬ কাপ, বাটার ১ টেবিল চামচ, আদাকুচি ২ চা চামচ, রসুন কুচি ২ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, লবণ স্বাদমত। ঘন দুধ আধা কাপ।

প্রণালী : মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রাখুন। সব সবজি ও শাক ধুয়ে কুচি করে নিন। ৬ কাপ পানি, মসুর ডাল ১ চা চামচ, আদা কুচি ও ১ চা চামচ রসুনকুচি দিয়ে সেদ্ধ হতে দিন। ডাল সেদ্ধ হলে সব শাক-সবজি দিন। চড়া আঁচে সবজি সেদ্ধ করে নিন। এবার চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন। একটি সসপ্যান চুলায় চড়িয়ে তাতে বাটার দিন। আদা রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে ব্লেন্ড করা মিশ্রণ চিকেন কিউব, গোল মরিচ গুঁড়া, স্বাদমত লবণ দিয়ে জ্বাল করুন। ফুটে উঠলে ঘনদুধ দিন। আরও কিছুক্ষণ জ্বাল করে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে চুলা নিভিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। ৫ মিনিট পর গরম গরম পরিবেশন করুন মজাদার ভেজিটেবল লেনটিল স্যুপ।

পালংশাক ফ্রেশক্রিম স্যুপ

উপকরণ : পালংশাক কুচি ৩০০ গ্রাম, চিকেন স্টক ২ কাপ, দুধ ১ কাপ, বোনলেস চিকেন ২০০ গ্রাম। আদাবাটা ১ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, মাখন ২ টেবিল চামচ, ফ্রেশক্রিম আধা কাপ, চিনি আধা চা চামচ।

প্রণালী : লম্বা করে কাটা বোনলেস চিকেন আদা রসুন বাটা, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদমত লবণ দিয়ে ২০ মিনিট ম্যারিনেট করুন। এবার কড়াইতে ১ টেবিল চামচ বাটার দিয়ে মাংস ভেজে নিন। পালংশাক সেদ্ধ করে ঠাণ্ডা করে দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার কাঁচামরিচ দিয়ে আবার ব্লেন্ড করুন। আবার চুলায় সমপ্যান দিয়ে অবশিষ্ট মাখন দিন। রসুন কুচি দিয়ে ভেজে চিকেন স্টক ও পালং মিশ্রণ দিন। ফুটে উঠলে ভাজা কিচেন, গোল মরিচ গুঁড়া, লবণ দিয়ে আবার ফুটান। এবার ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করুন।